ভোপাল: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী হিসেবে সমাজবাদী পার্টি সমর্থন করবে কি না, সেই প্রশ্নের সরাসরি কোনও জবাব দিলেন না অখিলেশ যাদব। তিনি বলেছেন, ‘দেশ কেন্দ্রে নতুন সরকার দেখতে চাইছে। মানুষ একজন নতুন প্রধানমন্ত্রীকে দেখতে চাইছেন। নির্বাচনের পর আপনারা একজন নতুন প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন।’
আজ সাংবাদিক বৈঠকে রাহুলকে প্রশ্ন করা হয়, তিনি নিজে প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করছেন না কি রাহুলকে সমর্থন করার কথা ভাবছেন? তাতে তিনি সরাসরি কোনও জবাব না দেওয়ায় এক সাংবাদিক নির্দিষ্টভাবে প্রশ্ন করেন, ২০১৯-এ লোকসভা নির্বাচনের পর যদি অ-বিজেপি জোট সরকার গড়ার সুযোগ পায়, তাহলে কি সপা কি প্রধানমন্ত্রী হিসেবে রাহুলকে সমর্থন করবে? এবারও আগে বলা কথারই পুনরাবৃত্তি করেন অখিলেশ।
সপা প্রধান অবশ্য কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। তিনি মনে করিয়ে দিয়েছেন, সম্প্রতি কৈরানা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় উপনির্বাচনে সপা ও বসপা-কে সমর্থন করেছে কংগ্রেস। আগামী বছরের সাধারণ নির্বাচনে সপা-বসপা জোটের সম্ভাবনা প্রসঙ্গে অখিলেশ বলেছেন, ‘আপনারা কিছুদিনের মধ্যেই নতুন জোটের বিষয়ে জানতে পারবেন। বিজেপি কেন্দ্রে ৪৭টি দলের সঙ্গে জোট করেছে। আমরাও জোটের পক্ষে।’
প্রধানমন্ত্রী হিসেবে রাহুলকে সমর্থন করবেন? প্রশ্ন এড়ালেন অখিলেশ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2018 07:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -