লখনউ: উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। দলের পক্ষ থেকে এ কথা ঘোষণা করেছেন সহ-সভাপতি কিরণময় নন্দ। তিনি জানিয়েছেন, অখিলেশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের পূর্ণ সম্মতি রয়েছে।


গত সপ্তাহে মুলায়ম বলেছিলেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সপা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে নির্বাচিত বিধায়করাই মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। সপা সুপ্রিমোর এই মন্তব্যের পর পারিবারিক ও দলীয় কোন্দল বৃদ্ধি পাওয়ার জল্পনা শুরু হয়েছিল। তবে কিরণময়ের ঘোষণায় সেই জল্পনার অবসান হল।

দলে অখিলেশ শিবিরের নেতা তথা তাঁর কাকা রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদব রবিবারই মুলায়মকে চিঠি দিয়ে অখিলেশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অখিলেশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করা হলে ইতিহাস ক্ষমা করবে না। মুলায়মের মন্তব্যে দলীয় কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে। নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।

এই চিঠি পাওয়ার পরেই নয়াদিল্লিতে রামগোপালের সঙ্গে দেখা করেন মুলায়ম। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এরপরেই রামগোপালের দাবি মেনে নেন সপা সুপ্রিমো। তাঁর সবুজ সঙ্কেত পেয়েই অখিলেশের নাম ঘোষণা করলেন কিরণময়।