লখনউ: সর্বসম্মতভাবে পাঁচ বছরের জন্য সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন অখিলেশ যাদব।
বৃহস্পতিবার, দলের জাতীয় কনভেনশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন দলীয় সভাপতির মেয়াদ ছিল তিন বছর। এদিন, দলীয় সংবিধানে সংশধনী এনে তা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।
৪৪ বছরের অখিলেশ আগামী পাঁচ বছর সভাপতি হওয়ার দরুন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচন তাঁর নেতৃত্বেই লড়বে দল।
পুনর্নির্বাচিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই অখিলেশকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মমতা লেখেন, জাতীয় সভাপতি হওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।
https://twitter.com/MamataOfficial/status/915819340641046529
একইভাবে তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সভাপতির পদের ক্ষেত্রেও। এদিন সর্বসম্মতভাবে নরেশ উত্তমকে রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে দল।
আমন্ত্রণ থাকা সত্ত্বেও এদিনের বৈঠকে গরহাজির ছিলেন অখিলেশের বাবা তথা দলের প্রাক্তন সভাপতি মুলায়ম সিংহ যাদব ও কাকা শিবপাল যাদব।
দলীয় সূত্রের খবর, যেহেতু, ২৩ সেপ্টেম্বর সমাজবাদী পার্টির রাজ্য কর্মসমিতির বৈঠকে হাজির ছিলেন না তাঁরা, তাই এদিনের বৈঠকে তাঁরা আসেননি।
গতকালই অখিলেশ দাবি করেছিলেন, শিবপাল তাঁকে ফোনে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। তিনি বলেন, আমার বয়স কম হওয়ায় কাকার সঙ্গে সম্পর্ক মিটিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি।
প্রসঙ্গত, অখিলেশ ও শিবপালের মধ্যে ব্যক্তিগত ও পারিবারিক বিবাদের জেরে গতবছর বিধানসভা নির্বাচনের সময় মূল্য চোকাতে হয় গোটা দলকে।
গত ১ জানুয়ারি মুলায়ম ও শিবপালকে হঠিয়ে দলের রাশ নিজের হাতে নিয়ে নেন অখিলেশ। বাবাকে সরিয়ে নিজে দলের সভাপতি হন।
শিবপাল পাল্টা জানিয়ে দেন, তিনি মুলায়মকে সঙ্গে নিয়ে নতুন দল গড়বেন। যদিও, শেষমেশ সেই পথে যাননি মুলায়ম-শিবপাল। সম্প্রতি, মুলায়ম জানান, তিনি নতুন দল গড়বেন না। একইসঙ্গে, ছেলেকে আশীর্বাদও দেন।