ভাদোহি: প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের পর এবার অখিলেশ যাদব। নির্বাচনী প্রচারে ভোটারদের উদ্দেশে ঘুষ সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি শুনেছি, ভোটারদের টাকা দেওয়া হচ্ছে। আমার পরামর্শ হল, টাকা নিন এবং সাইকেল চিহ্নে ভোট দিন।’
এদিন সরকারের কাজ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অখিলেশ। তিনি বলেছেন, ‘আমার সরকারের ১০টা কাজের কথা বলেছি। তিনি (মোদী) কি ১০টা কাজের কথা বলতে পারবেন? আমি পাঁচ বছরের পারফরম্যান্স রিপোর্ট দিতে তৈরি। কিন্তু তাঁর কেন্দ্রে তিন বছরের কাজের রিপোর্ট দেওয়া উচিত।’
বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীর উদ্দেশে অখিলেশের কটাক্ষ, ‘তিনি জীবদ্দশাতেই স্মৃতিসৌধ বানিয়েছেন। এখন উন্নয়নের কথা বলছেন। কিন্তু তাঁর কথা শুনতে শুনতে মানুষ ঘুমে ঢলে পড়ছেন। তিনি আমার পিসি। নির্বাচনের পর তিনি বিজেপি-র সঙ্গে জোট করতে পারেন। তাই মানুষকে সতর্ক থাকতে হবে।’
Exit Poll 2024
(Source: Poll of Polls)
সবার থেকে টাকা নিন, কিন্তু ভোট সাইকেলে দিন, এবার অখিলেশ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Mar 2017 09:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -