লখনউ: উত্তরপ্রদেশের যাদব পরিবারের বহমান অন্তর্কলহের চোরাস্রোতে নতুন মাত্রা যোগ করলেন অপর্ণা যাদব।


সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠ পুত্রবধূ অপর্ণা যাদব মনে করেন, অবিলম্বে দলের শাসনভার বাবার হাতে তুলে দেওয়া উচিত অখিলেশের। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উচিত দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো।


প্রসঙ্গত, অপর্ণার স্বামী প্রতীক যাদব এবং অখিলেশ সম্পর্কে সৎ-ভাই। অপর্ণার এই মন্তব্য এমন সময় এল, যখন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে মুলায়মের ভাই শিবপাল যাদবের অনুগামী বেশ কয়েকজন নেতাকে সপা থেকে বের করেন অখিলেশ।


বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর যাদব-পরিবারের অন্তর্কলহ আরও বেড়ে গিয়েছে। শিবপাল হুমকি দিয়েছেন, অখিলেশ যদি দলের ক্ষমতা মুলায়ম সিংহের কাছে ফিরিয়ে না দেন, তাহলে তিনি ‘নেতাজি’-র (মুলায়মকে এই নামেই ডেকে থাকেন দলীয় নেতা-কর্মীরা) নেতৃত্বে নতুন ধর্মনিরপেক্ষ দল গঠন করা হবে।


সম্প্রতি, মৈনপুরীতে একটি সভায় গিয়ে দলের এই বিপর্যয়ের জন্য ছেলে অখিলেশকে দায়ী করেন মুলায়ম। তাঁর দাবি, অখিলেশকে রাজ্যের মুখ্যমন্ত্রী করাই তাঁর বড় ভুল সিদ্ধান্ত ছিল। মুলায়ম জানান, অখিলেশের নেতৃত্বেই দলের ভরাডুবি হয়েছে। এমতাবস্থায়, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতি বজায় থাকলে সমাজবাদী পার্টিতে ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। এখন, কে আগে রণে ভঙ্গ দেয়, সেটাই দেখার।