লখনউ: সরকার গড়তে প্রয়োজনে মায়াবতীর সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধার যে ইঙ্গিত দিয়েছেন অখিলেশ যাদব, তা সংবাদমাধ্যমের অপব্যাখ্যা বলে উড়িয়ে দিলেন সমাজবাদী পার্টি নেতা নরেশ অগ্রবাল।


এদিন একটি সংবাদসংস্থাকে নরেশ বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।তিনি এমন কোনও কথাই বলেননি। যদিও তিনি একইসঙ্গে মনে করিয়ে দেন, রাজনীতিতে কখনই স্থায়ী বন্ধু বা শত্রু হয় না।


উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত বুথ ফরেত সমীক্ষা অনুযায়ী, এবার সরকার গঠনে অন্যদের থেকে তুলনামূলকভাবে এগিয়ে বিজেপি। আবার অনেকের পূর্বাভাস, উত্তরপ্রদেশে এবার একাই সরকার গড়তে পারে বিজেপি।


যদিও, এদিন সমীক্ষার ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ নরেশ। বলেন, আমি এগজিট পোলে বিশ্বাস করি না, কারণ তাতে কারসাজি থাকে।


প্রসঙ্গত, এগজিট পোলের ফল বের হওয়ার পরই অখিলেশ ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপিকে দূরে রাখতে তিনি অন্যদের(বহুজন সমাজ পার্টি) সঙ্গেও প্রয়োজন যেতে রাজি।