জোটের জন্য দরজা খোলা রইল: রথযাত্রায় বার্তা অখিলেশ যাদবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2016 09:58 AM (IST)
লখনউ: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আজ থেকে রাজ্য সফর শুরু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মার্সিডিজ রথ ও হাইড্রোলিক লিফট নিয়ে অখিলেশ আজ সকালে শুরু করেন তাঁর 'বিকাশ রথ যাত্রা'। রথযাত্রার মঞ্চ থেকে জোটের বার্তাও দিয়ে দিলেন অখিলেশ। তাঁর মন্তব্য জোটের জন্যে দরজা খোলা রইল। আত্মবিশ্বাসী অখিলেশের মন্তব্য, আবার তাঁরা ক্ষমতায় ফিরবেন, গড়বেন নবীনদের নিয়ে সরকারও। আজকের অনুষ্ঠানের সূচনায় মুলায়ম সিংহ যাদবের উপস্থিত থাকার কথা থাকলেও, কাকা শিবপালের থাকার কথা ছিল না। কিন্তু সকলকে চমকে অনুষ্ঠানের সূচনালগ্নে উপস্থিথ ছিলেন শিবপাল যাদব। যাত্রার শুরুতে অখিলেশকে শুভকামনাও জানান শিবপাল। আজকের এই রথ যাত্রার মাধ্যমে রাজ্যে রাজনৈতিক প্রচারও শুরু করে দিলেন অখিলেশ। আজ সকাল নটায় লখনউ থেকে এই হাই-টেক রথ রওনা দেয় উন্নাওয়ের উদ্দেশ্যে। ফের সন্ধেবেলা লখনউয়ে ফিরে আসবেন অখিলেশ। আজকের অনুষ্ঠানের সূচনায় শিবপাল উপস্থিত থাকলেও, সদ্য যাদব পরিবারের অন্তর্কলহ সামনে এসে যাওয়া রথে শিবপালের একটি পোস্টারও দেখা যায়নি। গত মাসের শেষের দিকে যাদব পরিবারে যখন অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে, তখনই অখিলেশ ঘোষণা করেন, তিনি আসন্ন নির্বাচনের জন্যে তাঁর দলের হয়ে একাই প্রচার শুরু করবেন। আজকের এই রথযাত্রার জন্যে উন্নাওয়ে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।