নয়াদিল্লি: গত সপ্তাহে প্রয়াত হয়েছেন প্রবীণ বলিউড অভিনেতা বিনোদ খান্না। তিনি পঞ্জাবের গুরদাসপুর আসনে বিজেপির সাংসদও ছিলেন। তাই গুরদাসপুর আসনে উপনির্বাচন হবে। কিন্তু ওই আসনে প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। যোগ্য কোনও ব্যক্তিকে প্রার্থী করতে চায় বিজেপি। এজন্য শুরু হয়েছে প্রার্থী খোঁজার কাজ। শোনা যাচ্ছে, অক্ষয় কুমার ও ঋষি কাপূরের মধ্যে কোনও একজনকে প্রার্থী করা হতে পারে। বিজেপি সূত্রের খবর, এটা রাজ্যসভার আসন নয়। তাই এমন কাউকে প্রার্থী করা হবে যিনি জয়ী হতে সক্ষম। এছাড়াও সদ্যই পঞ্জাব বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে দল। তাই এক্ষেত্রে মেপে পা ফেলতে চাইছে বিজেপি।
গত বুধবার বিনোদ খান্নার স্মরণসভায় বিজেপির কোনও হেভিওয়েট নেতাকে দেখা যায়নি। গুরদাসপুর আসনে বিজেপি প্রার্থী হিসেবে যে নামগুলি ঘোরাফেরা করছে তার মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নামও। তাঁর প্রার্থী পদের ক্ষেত্রে যুক্তি হিসেবে বলা হচ্ছে, ‘অক্ষয় ইমেজ অত্যন্ত স্বচ্ছ। তিনি দেশপ্রেমের কাহিনী ভিত্তিক সিনেমা ছাড়াও শহিদ জওয়ানদের পাশে দাঁড়ানোর মতো অনেক কাজ করেছেন। তরুণ প্রজন্মের মধ্যে তিনি বেশ গ্রহণযোগ্য। তিনি নতুন মিস্টার ইন্ডিয়া’।
প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে বলিউডের প্রবীণ অভিনেতা ঋষির নামও। কিন্তু ট্যুইটারে খুব বেশি সক্রিয়। তাঁর বিভিন্ন মন্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করেছে। কিন্তু জনগনের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। পাশাপাশি, কাপূর পরিবার থেকে এখনও কেউ রাজনীতিতে আসেননি। তাই ওই পরিবার থেকে কাউকে প্রার্থী করার এটাই সেরা সময়।
রবীনা ত্যান্ডন, সোনু লিগম ও সানি দেওলের নামও বিবেচনা করা হয়েছে। কিন্তু বিজেপি এমন কাউকে চাইছে, যিনি ক্রাউড পুলার এবং জিততে সক্ষম হবেন।
বিনোদ খান্নার আসনে প্রার্থী অক্ষয় কুমার না ঋষি কাপূর?
ABP Ananda, web desk
Updated at:
05 May 2017 10:54 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -