মুম্বই: শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও সমান মানবিক বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি যে সমাজ সচেতন নাগরিক, তা অতীতেও বারবারই জানা গিয়েছে। এবার দেশের সাহসী শহিদ সেনার পরিবারের পাশে দাঁড়ালেন ‘খিলাড়ি’। বিএসএফ জওয়ান গুরনাম সিংহ জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিলেন। বিনিময়ে তাঁকে দিতে হয়েছে প্রাণ। সেই বীর শহিদের পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন অক্ষয়। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে এ কথা জানা গেছে।


এর আগেও দেশবাসীর স্বার্থে সরব হয়েছেন অক্ষয়।

জুবাতে যখন ভারতীয়রা আটকে পড়েছিলেন তখন তা জানামাত্রই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। তাঁর এই প্রচেষ্টায় ইতিবাচক সাড়া পাওয়া যায়। অক্ষয় এভাবে প্রমাণ করলেন যে, তিনি শুধুমাত্র ‘এয়ারলিফ্ট’-এর চরিত্র ‘রঞ্জিত্ কাটিয়াল’ নন। বাস্তবেও তিনি সংবেদনশীল। উল্লেখ্য, ‘এয়ারলিফ্ট’-এর রঞ্জিত কুয়েতে আটক ভারতীয়দের উদ্ধার করেছিলেন।





অক্ষয় সেনা আধিকারিকের সন্তান। যুদ্ধক্ষেত্রে জওয়ানদের কী ধরনের কষ্ট সহ্য করতে হয়, তা অক্ষয়ের অজানা নয়। দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে জওয়ানদের প্রচেষ্টাকে সবদিনই সাধুবাদ জানিয়ে এসেছেন অক্ষয়।

এর আগে উরিতে জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের পরিবারবর্গের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন অক্ষয়। এবার গুরনামের পরিবারের পাশেও দাঁড়ালেন তিনি।