নয়াদিল্লি: ছত্তীসগঢ়ে সম্প্রতি মাওবাদীদের হামলায় নিহত ১২ জন সিআরপিএফ জওয়ানের পরিবারকে ৯ লক্ষ টাকা করে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। এ মাসের ১১ তারিখ মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ১২ জন জওয়ান নিহত হওয়ার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন অক্ষয়। তিনি নিহত জওয়ানদের পরিবারকে সাহায্য করার জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা সিআরপিএফ-এর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট জওয়ানদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন অক্ষয়কে। প্রত্যেকের অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা করে জমা দিয়েছেন এই অভিনেতা।
অক্ষয়ের প্রশংসা করে সিআরপিএফ এক বিবৃতিতে বলেছে, ‘অক্ষয়ের এই কাজের মাধ্যমে তাঁর দেশপ্রেম এবং সিআরপিএফ-এর প্রতি শ্রদ্ধার পরিচয় পাওয়া গিয়েছে।’
১১ তারিখ ছত্তীসগঢ়ের সুকমায় টহল দেওয়ার সময় মাওবাদীদের হামলায় নিহত হন ২১৯ ব্যাটালিয়নের ১২ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন অক্ষয়।
ছত্তীসগঢ়ে নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে ৯ লক্ষ টাকা করে দিলেন অক্ষয় কুমার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Mar 2017 10:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -