মুম্বই: মহারাষ্ট্রের কোলাপুর, সাঙ্গলি, সাতারা, পুনে ও সোলাপুরের গ্রামীণ এলাকার নিহত ১০৩ জন পুলিশ, সেনা ও আধাসামরিক জওয়ানের তালিকা তৈরি করে দেওয়ালিতে তাঁদের পরিবারকে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন কোলাপুর রেঞ্জের আইজিপি বিশ্বাস নাগরে পাটিল। পুলিশের এই উদ্যোগে সামিল অভিনেতা অক্ষয় কুমার।

পাটিল জানিয়েছেন, অক্ষয় ২৫ লক্ষ টাকার চেক পাঠিয়েছেন, প্রতিটি পুলিশকর্মীর পরিবারকে আলাদা করে চিঠিও দিয়েছেন, সেগুলি তাদের পৌঁছে দেওয়া হয়েছে।

নাগরে পাটিল বলেন, সম্প্রতি বাবার কফিনের পাশে বসে একটি বাচ্চা মেয়ের কান্নার ছবি আমায় পাঠিয়েছিলেন অক্ষয়। আমি এরপর ওঁকে নিহত পুলিশকর্মীদের সাহায্য করার ভাবনাচিন্তার ব্যাপারে জানাই। শুনেই রাজি হন তিনি। আমাদের ভাল লাগছে যে, এই উদ্যোগে দেওয়ালিতে শহিদ নিরাপত্তাকর্মীদের পরিবারগুলির মুখে একটু হাসি ফুটল।

প্রয়াত জওয়ানদের পরিবারকে পাঠানো চিঠিতে দেশের জন্য তাঁদের চরম বলিদানের কথা উল্লেখ করেছেন অক্ষয়। লিখেছেন, আমি জানি, দেওয়ালিতে ওঁদের কথা, অনেক সুখস্মৃতি আপনাদের মনে পড়বে। আপনাদের সামনে যে গভীর ঝড়, ট্র্যাজেডি এসেছে, বিপুল সহ্যশক্তির সাহায্যে আপনারা তা উতরে যাবেন, নতুন বছরে পা দেবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আপনাদের একটু মিষ্টি পাঠালাম, ছোটদের বই কেনার জন্য সামান্য উপহারও দিলাম। আপনারা এগুলি গ্রহণ করুন, এই অনুরোধ জানাই।