অক্ষয়ের বাবা সেনাবাহিনীতে ছিলেন। সেনাকর্মীদের প্রতি তাঁর আলাদা দুর্বলতা রয়েছে। ছবির পর্দাতে বহুবার সেনাকর্মীর ভূমিকায় দেখা গেছে তাঁকে। শহিদ জওয়ানদের পরিবারকে নিয়মিত অর্থসাহায্যও করেন তিনি। অক্ষয় নিজেই বলেছিলেন, শহিদদের পরিবারবর্গকে আরও সাহায্য করতে তিনি একটি অ্যাপ বা ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন।
এবার এ নিয়ে আলোচনা করতে অক্ষয় দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে। নর্থ ব্লক অফিসে হয়েছে এই ঘণ্টাখানেকের বৈঠক। আধা সামরিক বাহিনী ও পুলিশ কর্মীদের যাতে আরও সুযোগ সুবিধে দেওয়া যায়, সে ব্যাপারেও তাঁদের আলোচনা হয়েছে।
এ সপ্তাহের শুরুতে ওই অ্যাপ বা ওয়েবসাইট তৈরির ব্যাপারে টুইটারে প্রস্তাব দেয় অক্ষয়। তিনি বলেন, ওই অ্যাপ বা সাইটে শহিদ জওয়ানের পরিবারের কারও বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে। যদি কেউ তাঁদের সাহায্য করতে চান, তাহলে যাতে সরাসরি সেই অ্যাকাউন্টে টাকা ফেলতে পারেন। গোটা পরিকল্পনার স্বচ্ছতা বজায় রাখতে আরও কয়েকটি প্রস্তাব রাখেন তিনি। মানুষকে অনুরোধ করেন, তাঁর পরিকল্পনা কেমন লাগল জানাতে।