জম্মু: মঙ্গলবার জম্মুতে বিএসএফ ক্যাম্পে গিয়ে সেনা জওয়ান যাঁরা দেশের জন্যে আত্মবলিদান দিয়েছেন, তাঁদের শেষশ্রদ্ধা জানান বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেনা জওয়ানদের দেশের আসল নায়ক হিসেবেও বর্ণনা করেন অক্ষয়। তিনি এও বলেন, সেখানে যেতে পেরে, তাঁদের সঙ্গে দেখা করতে পেরে তিনি কৃতজ্ঞ। অক্ষয়ের দাবি, তিনি সবসময়ই বলেন, তিনি হলেন রিল হিরো, এবং সেনা জওয়ানরা হলেন রিয়েল লাইফ হিরো।
দেখুন ভিডিওতে বিএসএফ ক্যাম্পে কী বক্তব্য রাখলেন অক্ষয় কুমার
অক্ষয়ের বাবাও সেনা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি অক্ষয় এক শহিদ বিএসফ জওয়ানের পরিবারকে ন লক্ষ টাকা অর্থ সাহায্যও করেন। তবে তার আগে সেনা জওয়ানদের আশি লক্ষ টাকা দিয়েও অর্থ সাহায্য করেন অক্ষয়। সেনা জওয়ানদের অর্থ সাহায্য করা প্রসঙ্গে অক্ষয়ের মন্তব্য, তাঁদের একাধিক মেডেল দিয়ে সম্মানিত করা হয়। কিন্তু তাঁদের মুখ দেখে বোঝা যায়, মেডেলের সঙ্গে তাঁদের অর্থেরও প্রযোজন আছে। তাই জওয়ানদের প্রতি পরিবার পিছু তিনি পাঁচ লক্ষ টাকা করে দেন।
'রুস্তম'-এর প্রচারের সময় অক্ষয় তাঁর মনের এক সুপ্ত বাসনার কথা জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন দেশের জন্যে কাজ করতে, কিন্তু ভাগ্য তাঁর জন্যে অন্য কিছুই নির্ধারিত করে রেখেছিল সেসময়, বক্তব্য অক্ষয়ের। তবে তিনি তাঁর স্বপ্ন রুপোলি পর্দার মাধ্যমের পূরণ করছেন।
আপাতত অক্ষয় ব্যস্ত রয়েছেন 'টয়লেট এক প্রেম কথা'র শ্যুটিং নিয়ে। এখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। 'জলি এলএলবি-২'র শ্যুট শেষ। ইদানিংকালে অক্ষয় দেশাত্মবোধক চিত্রনাট্যের ওপর নির্ভরশীল ছবি বাছছেন।
‘আপনারাই দেশের আসল নায়ক’, জম্মুতে বিএসএফ ক্যাম্পে গিয়ে বললেন অক্ষয় কুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2016 02:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -