এর আগে একটি সাক্ষাত্কারে আলিয়া বলেছিলেন, ‘আমার বলতে কোনও বাধা নেই যে,সিদ্ধার্থ আমার জীবনের একটা অংশ। কারণ, আমি বাস্তবটা জানি। তাছাড়া, ও যে আমার প্রিয়পাত্র, তা তো কখনও আমি লুকিয়ে রাখিনি’।
উল্লেখ্য, গত মঙ্গলবারই অ্যায় দিল হ্যায় মুশকিল-এর স্ক্রিনিংয়ে আলিয়া ও সিদ্ধার্থকে একসঙ্গে দেখা গিয়েছে। এতে দুজনের বিচ্ছেদের জল্পনা ধামাচাপা পড়েছে।
অলিয়া নিজেকে খুবই রোম্যান্টিক হিসেবে স্বীকার করেছেন। এমনকি, আলিয়া বলেছেন, মাত্র ৮ বছর বয়সেই তিনি প্রেমে পড়েছিলেন। আলিয়া বলেছেন, ‘ওর সঙ্গে দুই বছর সম্পর্ক ছিল। কিন্তু ও একটু পজেসিভ ছিল। আমাকে কী করতে হবে, তা অন্য কাউকে বলার সুযোগ না দেওয়াটা আমি শিখেছি’।