নয়াদিল্লি: কালোটাকা-দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই। এবার নোট বাতিল সিদ্ধান্তের পক্ষে আলিয়া ভট্ট এবং অভিষেক বচ্চন।

অভিনেত্রী আলিয়া বলেন, মোদীর এই চমক আর্থিক নীতিতে বড় পরিবর্তন আনবে। ধৈর্য্য ধরুন। ভালো কিছুর জন্য আমাদের এইটুকু ধৈর্য্য ধরতেই হবে।

মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অভিনেতা অভিষেক বচ্চনও। তিনি বলেন, এই ঘোষণা সরকারের ইতিবাচক পদক্ষেপ। এতে সাময়িক সমস্যা হলেও গোটা দেশবাসী এতে উপকৃত হবেন। দেশের ভালোর জন্য কেউ যদি কিছু করেন, আমাদের উচিত তাঁর পাশে দাঁড়ানো।

এর আগে আমির খান, সলমন খান, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, অনুপম খের, কর্ণ জোহর, অনুরাগ কাশ্যপ সহ বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।