পছন্দের পাত্রকে বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় মেয়ের মাথায় গুলি করে খুন, গ্রেফতার বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2018 11:06 AM (IST)
আলিগড়: উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা। নিজের মেয়েকেই গুলি করে মারল বাবা। কারণ, বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে চায়নি মেয়েটি। বিয়ে ঠিক করার আগে তরুণীর মতামতকে গুরুত্ব দেয়নি বাবা। এজন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। মেয়েকে গুলি করে খুনের পর অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশের কাছে অভিযুক্তর ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, রাগের মাথায় নিজের ২০ বছরের কন্যার মাথায় গুলি করে তাঁর বাবা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।