মুম্বই: ১০ টাকার কয়েনের ১৪টি ভিন্ন ডিজাইন বা নকশাই বৈধ। এমনটাই জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।


ভিন্ন ডিজাইনের ১০ টাকার কয়েন বাজারে চালু হওয়ায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে ধন্দ তৈরি হয়। অনেকের মনে করছেন, এগুলির মধ্যে নকল কয়েনও ঢুকে পড়েছে। ফলে, এই কারণে অনেকেই ১০ টাকার কয়েন গ্রহণ করছে না।


এই পরিস্থিতিতে জনমানসে তৈরি হওয়া উদ্বেগ ও আশঙ্কাকে দূর করতে আসরে নামল শীর্ষ ব্যাঙ্ক। এদিন আরবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হল, বাজারে চালু ১৪টি ভিন্ন নকশার ১০ টাকার কয়েন বৈধ।


এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, প্রত্যেকটি নকশায় পৃথক থিম ব্যবহার করা হয়েছে। নকশা তৈরির সময় দেশের বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলি মাথায় রাখা হয়েছে।