নয়াদিল্লি : আজ বিকেল ৪টের পর থেকে ভারতের আকাশে আর উড়বে না বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ডিজিসিএ। সম্প্রতি ইথিওপিয়া এয়ারলাইন্স পরিচালিত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান আদ্দিস আবাবার কাছে ভেঙ্গে পড়ার ঘটনার পরই ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় ৪ ভারতীয় সহ ১৫৭ জনের মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে ডিজিসিএ-র ডিরেক্টর জেনারেল সমস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানকে ভারতে বাতিল করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যাত্রী সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার। আমরা সমস্ত বিমান নিয়ন্ত্রক ও প্রস্তুতকারক সংস্থাগুলিক সঙ্গে যোগাযোগ রাখছি।
স্পাইসজেটের কাছে বর্তমানে ১২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান রয়েছে, জেট এয়ারওয়েজের কাছে রয়েছে ৫টি।
বুধবার স্পাইসজেটের তরফে জানানো হয় তারা সমস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের ব্যবহার বাতিল করে দিয়েছে। তারা বলেন যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তাই বিমানসংস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিমান বাতিল করার জন্য যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেও নজর রাখবে বিমানসংস্থা।
গত রবিবার ইথিওপিয়া এয়ারলাইন্স পরিচালিত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান ভেঙ্গে পড়ার ঘটনাই প্রথম নয়। এর ৫ মাস আগে গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় ভেঙ্গে পড়ে এই বিমান, মৃত্যু হয় ১৮০ জন যাত্রীর।
ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অন্যান্য অনেক দেশ ইতিমধ্যেই তাদের নিজ নিজ আকাশ সীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান নিষিদ্ধ করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ইথিওপিয়ার বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানকে সম্পূর্ণ নিষিদ্ধ করলো ভারত
Webdesk, ABP Ananda
Updated at:
13 Mar 2019 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -