ধাপে ধাপে মধ্যপ্রদেশে সব মদের দোকান বন্ধ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda, web desk | 10 Apr 2017 06:21 PM (IST)
ভোপাল: মধ্যপ্রদেশে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মদ। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ধাপে ধাপে সমস্ত মদের দোকান বন্ধ করা হবে ঘোষণা করলেন। নরসিংহপুর জেলার নীমখেরা গ্রামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম পর্যায়ে নর্মদা নদীর উভয় তীরের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা মদের দোকান রাজ্য সরকার বন্ধ করেছে। দ্বিতীয় পর্যায়ে বসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে মদের দোকান করতে দেওয়া হবে না। মদ্যপান ছাড়াতে রাজ্য বিশেষ অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন শিবরাজ। উল্লেখ্য, গত একমাসে রাজ্যে মদের দোকান বন্ধ করার দাবিতে বিভিন্ন ধরনের বিক্ষোভ, প্রতিবাদ দেখা গিয়েছে। গত ৫ এপ্রিল রাইসেন জেলায় জাতীয় সড়ক থেকে একটি দোকান লোকবসতি এলাকায় আবগারী বিভাগ সরিয়ে আনার চেষ্টা করলে তীব্র বিক্ষোভ দানা বাঁধে। বিক্ষোভকারীরা বরেলি শহরে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।