নয়াদিল্লি: দূষণের জেরে কালো হয়ে আছে দিল্লির আকাশ। সঙ্গে শীত শুরুর কুয়াশা। দুয়ে মিলিয়ে রাজধানীর সব পুরসভা স্কুল শনিবার বন্ধ রয়েছে। ১,৭৪৭টি স্কুলে ৮লাখ ৭৫হাজার ছাত্রছাত্রী পড়ে। দূষণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া দিল্লিতে এই প্রথম। যদিও শিক্ষকশিক্ষিকাদের আসতে হয়েছে স্কুলে।
দূষণের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে রুটিন বদলাচ্ছে স্কুলগুলি। শুক্রবার বাতাস কিছুটা পরিষ্কার থাকলেও বন্ধ ছিল বেশ কয়েকটি স্কুল। অন্যগুলিতে খেলাধুলোর জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। দিনের বেলা দূষণের কারণে রবিবার সন্ধেয় ক্লাস করার ব্যাপারেও কয়েকটি স্কুল ভাবনাচিন্তা করছে। পিছিয়ে দেওয়া হয়েছে শিক্ষক-অভিভাবক বৈঠকও।
রাজধানীর নামিদামি স্কুলগুলিতে ক্লাসরুমে শীততাপনিয়ন্ত্রক যন্ত্র রয়েছে। তারপরেও এই আবহাওয়ায় ছেলেমেয়েদের স্কুলে আসা নিয়ে সংশয় রয়েছে কর্তৃপক্ষের মধ্যে। রবিবার সন্ধের পরিস্থিতি দেখে তারা ঠিক করবে, সোমবার স্কুল চলবে কিনা। কারণ অনেক বাচ্চারই হাঁপানি সহ নানারকম অ্যালার্জির সমস্যা রয়েছে। এই আবহাওয়া তাদের পক্ষে ক্ষতিকর হতে পারে।
আবহাওয়ার উন্নতি না হলে অনেক স্কুলের খেলাধুলোর প্রশিক্ষণ বন্ধ। বেশ কয়েকটিতে পড়ুয়াদের জমায়েতও হচ্ছে না। পুরসভার স্কুলগুলিতেও বাচ্চাদের ক্লাসরুমের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে।
প্রচণ্ড দূষণ: দিল্লির সব পুরসভা স্কুল আজ বন্ধ
ABP Ananda, Web Desk
Updated at:
05 Nov 2016 09:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -