কাশ্মীরে শান্তি ফেরাতে সব দলকে পাশে নেওয়া হবে: রাজনাথ
Web Desk, ABP Ananda | 09 Sep 2016 12:18 PM (IST)
পানাজি: জম্মু ও কাশ্মীর শান্তি ফেরাতে সব দলকে সঙ্গে নিয়েই চলবে কেন্দ্র। শুক্রবার এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এদিন গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজনাথ। তারই ফাঁকে কাশ্মীর ইস্যু নিয়ে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকার যথাসম্ভব করছে। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বদল সফরের পর দৃষ্টিভঙ্গিরও পার্থক্য হয়েছে। রাজনাথ জানান, সর্বদলীয় প্রতিনিধিদল যে সুপারিশ করেছে, সেই নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার। তিনি বলেন, সর্বদল প্রতিনিধিদল সেখানে গিয়ে কেন্দ্রের প্রয়াস দেখে এসেছে। ফলে, কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার সব দলকে পাশে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, দীর্ঘদিন ধরে এই অসন্তোষ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কাশ্মীরের মানুষ তা বুঝতে পেরেছেন। তাঁরা চাইছেন, সেখানে শান্তি ও স্থিথাবস্থা ফিরে আসুক। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা সব দলকে সঙ্গে নিয়েই চলতে চাই। রাজনাথ বলেন, শুধু হিংসা দমন করাই নয়, রাজ্যে কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েও এগোচ্ছে সরকার। তিনি আশা প্রকাশ করেন, কাশ্মীর শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে। কর্মসংস্থানের প্রসঙ্গে রাজনাথ বলেন, ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে ১০ হাজার স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, রাজ্যে উন্নয়নমূলক কাজও এগিয়ে চলছে। প্রসঙ্গত, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত হয়ে ওঠে উপত্যকা। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে কার্যত অচল হয়ে পড়েছে কাশ্মীর। টানা ৬৩ দিন ধরে সেখানে অশান্তি চলছে। এখও পর্যন্ত বিভিন্ন হিংসায় ৭৩ জনের মৃত্যু হয়েছে।