নয়াদিল্লি: সমস্ত ট্রেনকেই ২২ কোচের করার পরিকল্পনা নিয়েছে রেল। রেলমন্ত্রী পিযূষ গোয়েল এ কথা জানিয়েছেন। এরফলে সমস্ত ট্রেনই যে কোনও রুটে চলতে পারবে। গোয়েল জানিয়েছেন, সমস্ত ট্রেনেই থাকবে ২২ কোচ। এজন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলিতেও বদল ঘটানো হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগ বিষয়টির তদারকি করছে।
বর্তমানে কোচ দু ধরনের-আইসিএফ এবং এলএইচবি। চাহিদা অনুযায়ী কোনও একটি ট্রেনের কোচের সংখ্যা ১২,১৬,১৮, ২২ বা ২৬ হয়ে থাকে। এরফলে কোনও ট্রেন দেরী করে এলে ফিরতি পথে সেটির পরিবর্তে অন্য কোনও ট্রেন দেওয়ার কাজ রেলের পক্ষে কঠিন হয়ে যায়।
রেলের এক পদস্থ আধিকারিক বলেছেন, প্রত্যেক ট্রেনে কোচের সংখ্যা সমান হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। স্টেশনে পৌঁছনোর পর রক্ষণাবেক্ষণ কাজ শেষে যে কোনও প্রস্তুত ট্রেনকেই পরিবর্ত হিসেবে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে একই ট্রেনের প্রস্তুত হওয়ার অপেক্ষায় বসে থাকতে হবে না।
ওই আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্বে রেল ৩০০ শ্রেণীর ট্রেন ও সেগুলির রুটকে চিহ্নিত করেছে। কোনও একটি রুটে চলা ট্রেনের সংখ্যা ও সময়ের পরিবর্তনের বিষয়টি আগামী জুলাই মাসে যখন নয়া টাইম-টেবিল প্রকাশিত হবে, তখন বোঝা যাবে।