ইলাহাবাদ: রেস্তোরাঁয় খাওয়া নিয়ে সাধারণ বচসাকে কেন্দ্র করে প্রাণ গেল দলিত পড়ুয়ার। প্রকাশ্য রাস্তায় ওই যুবককে পিটিয়ে মারল অভিযুক্তরা। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইলাহাবাদে।
খবরে প্রকাশ, রায়পুর নিবাসী ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আইনের দ্বিতীয় বর্ষের ছাত্র দিলীপ সরোজ গতকাল একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন। সেই সময় সেখানে আরও কয়েকজন খেতে এসেছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাঁচজনের সঙ্গে দিলীপের বচসা হয়। একটা সময়ে বচসা গড়ায় হাতাহাতিতে। ওই পাঁচজন মিলে দিলীপকে মারতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের মধ্যে একজন ফোন করে নিজেদের সঙ্গীদের সেখানে ডেকে নেয়। বাইক ও গাড়ি করে আরও জনা ছয়েক লোক সেখানে এসে উপস্থিত হয়ে দিলীপকে নির্মমভাবে পিটতে শুরু করে। যুবকের ওপর হকি স্টিক ও রড দিয়ে প্রহার করা হয়। শুধু তাই নয়। মারতে মারতে তারা দিলীপকে রেস্তোরাঁ থেকে বাইরে নিয়ে যায়। সেখানেও ইট ও রড দিয়ে মারত শুরু করে তারা। মারধর করে দিলীপের হাত-পা ভেঙে দেওয়া হয়।
রক্তাক্ত অবস্থায় দিলীপ রাস্তায় লুটিয়ে পড়তেই তারা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করা হলে এদিন সকালে তাঁর মৃত্যু হয়। মারধরের ঘটনাটি সিসিটিভি ও মোবাইল ক্যামেরায় বন্দি হয়। যদিও, এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশের। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্যের আইনশৃঙ্খলা।হত্যার মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তরা এখনও ফেরার। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের ডিজিপি।