নয়াদিল্লি: পুলিশি তদন্তে কোনও অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়ে ২০০৭ সালের গোরক্ষপুর দাঙ্গা মামলায় যোগী আদিত্যনাথের জড়িত থাকার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে পেশ করা রিট পিটিশন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। পিটিশনে ভারতীয় দণ্ডবিধির খুন ও দাঙ্গা সংক্রান্ত ৩০২, ৩০৭ , ১৫৩ এ, ৩৯৫ ও ২৯৫ ধারায় তদন্ত চাওয়া হয়েছিল পিটিশনে। বিচারপতি কৃষ্ণ মুরারি ও বিচারপতি এ সি শর্মার ডিভিশন বেঞ্চ পুলিশি তদন্তে অসঙ্গতি মেলেনি, এই কারণ দেখিয়ে সিবিআই তদন্তের আবেদন নাকচ করে দিয়েছে।
রিট পিটিশনটি ২০০৮ এর নভেম্বরে পেশ করেছিলেন মহম্মদ আসাদ হায়াত ও পারভেজ নামে দুজন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ঘৃণা ছড়ানো মন্তব্যই গোরক্ষপুর দাঙ্গায় ইন্ধন জুগিয়েছিল, একজনও মারা গিয়েছিলেন। গোরক্ষপুরের বাসিন্দা পারভেজ এ ব্যাপারে এফআইআর দায়ের করেন, হায়াত ছিলেন মামলার সাক্ষী।
রিপোর্টে এফআইআরে নাম থাকা যে অভিযুক্তদের নাম রয়েছে, তাঁরা হলেন বিধায়ক রাধা মোহন আগরওয়াল, মেয়র অঞ্জু চৌধুরি।
আদিত্যনাথ সে সময় ছিলেন গোরক্ষপুরের সাংসদ। শান্তি নষ্ট করা, আগাম নিষেধাজ্ঞা নির্দেশ লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ১১ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় তাঁকে। কিন্তু ফেব্রুয়ারিতে তাঁকে রেহাই দেয় হাইকোর্ট। দাঙ্গার ব্যাপারে আদিত্যনাথের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার আবেদনে পেশ করা একটি পিটিশন খারিজ হয়ে যায় হাইকোর্টে।