নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গাঁধীর আনা অভিযোগ একেবারে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল বিজেপি। তাদের পাল্টা দাবি, বিরোধীরাই সংসদে আলোচনা চাইছে না।


মোদীর বিরুদ্ধে এদিন যে ‘ব্যক্তিগত দুর্নীতি’র অভিযোগ তুলেছেন কংগ্রেস সহ-সভাপতি তাকে খারিজ করে বিজেপি নেতা সথা সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, ওনার কাছে কোনও তথ্য থাকলে উনি এতক্ষণ তা প্রকাশ করে দিতেন। (মোদীর বিরুদ্ধে) এসব অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন অনন্ত। বলেন, এসব উনি (রাহুল) হতাশায় করছেন।


সংসদে বিরোধীদের বলতে না দেওয়ার যে অভিযোগ এনেছেন রাহুল, সেই প্রেক্ষিতে অনন্ত বলেন, আজ ওরা বলছে যে, সংসদে ওদের বলত দেওয়া হচ্ছে না। অথচ, সত্যি এটাই যে ওরাই ওয়েলে নেমে হাঙ্গামা করছে। ওরা শুধু ভুল এবং ভিত্তিহীন খবর রটাচ্ছে।


অনন্ত কুমারের পাল্টা দাবি, বিরোধীরাই গত ২০ দিন ধরে সংসদ অচল করে রেখেছে। সরকার জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কালো টাকার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে সবরকম আলোচনায় প্রস্তুত তারা।


এদিন মোদীর বিরুদ্ধে অভিযোগ আনার জন্য রাহুলকে একহাত নেন অনন্ত। তাঁর প্রশ্ন, কোথায় ছিলেন রাহুল এতদিন? সংসদ গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। প্রত্যেকদিন কংগ্রেস, তৃণমূল ও বামেদের বলা হত আলোচনার জন্য। কিন্তু ওরা নিয়ম, ধারা নিয়ে ব্যস্ত ছিল।


শুধু অনন্ত কুমার নন। এদিন কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও। বলেন, গোটা বিশ্ব যেখানে প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভাবমূর্তির’ প্রশংসা করছে, সেখানে কংগ্রেস ‘কমিশন এজেন্ট’-এর মতো ব্যবহার করছে।


এদিন মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গাঁধী বলেন, উনি সংসদে হাজির হচ্ছেন না। অথচ, রক কনসার্টে দেখা যাচ্ছে। এর উত্তরে, কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করে জাভড়েকর বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেকদিন কাজ করেছেন। ওনার মতো (রাহুল) নয়, যে ৫০ দিন গায়েব ছিলেন। রাহুলকে আরও একদফা আক্রমণ করে এই প্রবীণ বিজেপি নেতা বলেন, উনি যত কথা বলবেন, ততই আমাদের ভাল।


নোট বাতিলের পর, এআইসিসি সদর দফতরে স্টিং অপারেশন চালিয়ে একটি সংবাদমাধ্যম। অভিযোগ, ছবিতে দেখা যায় বিভিন্ন কংগ্রেস নেতা পুরনো নোট বদল করতে ব্যস্ত। এদিন সেই বিষয়টিকে হাতিয়ার করে জাভড়েকরের কটাক্ষ, একদিকে মোদী দেশ বদলানোর কাজ করছেন, সেখানে কংগ্রেস নোট বদলানোর কাজ করছে।


রাহুল গাঁধীকে আক্রমণ করেন বেঙ্কাইয়া নাইডু ও নলিন কোহলিও।