নয়াদিল্লি: রাফালে যুদ্ধবিমান নিয়ে কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিলেন নির্মলা সীতারামন। প্রতিরক্ষামন্ত্রী কংগ্রেস নেতাদের পাল্টা নিশানা করে তাঁদের দাবি সেনাবাহিনীর পক্ষে অসম্মানজনক বলে অভিমত জানান। গতকাল কংগ্রেস দাবি করে, ৩৬টি রাফালে যুদ্ধবিমানের ব্যাপারে এক ব্যবসায়ীকে ফায়দা পাইয়ে দিতে পুরো ডিলটাই বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
জবাবে নির্মলা আজ বলেন, স্ব্চ্ছ প্রক্রিয়া মেনেই চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। সুতরাং এসব অভিযোগ লজ্জাজনক। রাফালে নিয়ে প্রশ্ন তুলে সেনাবাহিনীর প্রতিই 'অন্যায়' করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, ভারতীয় বায়ুসেনার জরুরি প্রয়োজন হওয়ার ফলেই ডিলটি দ্রুত চূড়ান্ত করা হয়। সেটাই প্রধান কারণ।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত ও ফ্রান্সের মধ্য়ে পাঁচ দফা বিস্তারিত আলোচনা হয়, তারপর নিরাপত্তা সংক্রান্ত ক্য়াবিনেট কমিটি অনুমোদন দেওয়ার পর ৩৬টি রাফালে কেনার চুক্তিটি চূড়ান্ত করা হয় গত বছরের সেপ্টেম্বরে। তিনি অভিযোগ করেন, ওই যুদ্ধবিমান কেনার প্রস্তাবের ব্য়াপারে দশ বছর ধরে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিল আগের ইউপিএ সরকার।
বিজেপি নেতা পীযূষ গয়ালও কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রাফালে ডিলটি ভারত, ফ্রান্সের মধ্যে সরকারি স্তরে আলোচনা, বোঝাপড়ার ফলেই হয়েছে বলে জানান তিনি। ভারতীয় বায়ুসেনার জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই চুক্তিটি চূড়ান্ত হয় বলে দাবি করেন তিনি।
রাফালে ডিল: কংগ্রেসের অভিযোগ লজ্জাজনক, সেনাকে অসম্মান, তোপ নির্মলার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2017 08:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -