গেরুয়া শিবিরে যোগ দিলে রজনীকান্তের পাশে থাকবেন না, জানালেন কমল হাসান
Web Desk, ABP Ananda | 11 Feb 2018 08:04 PM (IST)
কেমব্রিজ (ম্যাসাচুসেটস): রাজনীতির ময়দানে দক্ষিণ ভারতের দুই চলচ্চিত্র তারকা রজনীকান্ত ও কমল হাসান কি একসঙ্গে লড়াই করবেন? সেই সম্ভাবনা শেষপর্যন্ত বাস্তবায়িত না-ও হতে পারে। কমল জানিয়ে দিয়েছেন, রজনীকান্তের রাজনৈতিক রং যদি গেরুয়া হয়, তাহলে তিনি জোট করবেন না। এই মন্তব্যের মাধ্যমে কমল বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-বিরোধী শিবিরে থাকলে তবেই তিনি রজনীকান্তের পাশে থাকবেন। কিছুদিন আগেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন রজনীকান্ত। কমলও রাজনীতিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘বর্তমান সময়ে রাজনীতিতে স্থিতাবস্থা ও মাঝারিয়ানাকে চ্যালেঞ্জ জানাতে হবে। এটাই তামিলনাড়ুতে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে।’ রজনীকান্তের সঙ্গে জোটের বিষয়ে প্রশ্নের জবাবে কমল বলেছেন, ‘আশা করি রজনীর রং গেরুয়া হবে না। এখনই জোটের বিষয়ে স্পষ্ট কিছু বুঝতে পারছি না। প্রয়োজন হলে অন্য কারও সঙ্গে জোট করতে পারি। নির্বাচনের পরে যদি কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে আমি কোনও দলের সঙ্গে জোট করব না। মানুষের রায় মেনে নিয়ে পরের বারের জন্য অপেক্ষা করব। আমি রাজনীতিবিদদের বদলে মানুষের সঙ্গে হাঁটতে চাই বলে নতুন দল গড়েছি।’