নয়াদিল্লি: প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মানিক সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাঁকে আবেদন করেছেন, নোট বাতিলের পদক্ষেপে কঠিন সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাদের কথা ভেবেই ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০-১০০০ টাকার নোটে লেনদেন চালানোর সম্মতি দিন।
বাম মুখ্যমন্ত্রী চিঠিতে বড় অঙ্কের নোট বদলের প্রক্রিয়ায় সমবায় ব্যাঙ্কগুলিকে সামিল করার আবেদনও করেছেন নরেন্দ্র মোদীকে। ওই ব্যাঙ্কগুলি যেহেতু প্রত্যন্ত গ্রামে পরিষেবা দেয়, তাই ওদের কাজে লাগানো হলে ব্যাপকসংখ্যক মানুষের উপকার হবে, সওয়াল করেছেন মানিক।
নোটের আকাল মিটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রিপুরা সরকারকে খরচ মেটাতে ৫০০-১০০০ টাকার নোট নেওয়ার অনুমতি দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের জীবনে সঙ্কট নেমে এসেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি চিঠিতে বলেছেন, অগুনতি মানুষ বিশেষ করে খেতমজুর, মত্স্যজীবী, দিনমজুর, পরিবহনকর্মী, ভেন্ডররা, ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে পড়ে রয়েছেন। সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছেন তাঁরাই।
মানুষ বিপাকে, ৫০০-১০০০ নোটে লেনদেনে অনুমতি দিন ৩০ ডিসেম্বর পর্যন্ত, মোদীকে মানিক
web desk, ABP Ananda
Updated at:
16 Nov 2016 09:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -