জম্মু: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি একতরফাভাবে অস্ত্র-সংবরণের প্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ শরিক দল বিজেপি। আজ এক সাংবাদিক বৈঠকে মেহবুবার তীব্র সমালোচনা করে জম্মু ও কাশ্মীরের বিজেপি মুখপাত্র সুনীল শেট্টি ও অরুণ গুপ্ত বলেছেন, ‘গতকাল সর্বদল বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, অটলবিহারী বাজপেয়ী সরকার যেভাবে অস্ত্র-সংবরণের কথা ঘোষণা করেছিল, সেভাবেই একতরফাভাবে অস্ত্র-বিরতি হোক। যদিও এই প্রস্তাবের বিষয়ে সর্বসম্মতি হয়নি। এক্ষেত্রে আমাদের কঠোর দৃষ্টিভঙ্গি আছে। বর্তমান পরিস্থিতিতে একতরফাভাবে অস্ত্র-সংবরণের কথা ঘোষণা করা জাতীয় স্বার্থের বিরোধী। এতে জঙ্গিদের উপর থেকে চাপ কমে যাবে। তারা ফের নিজেদের সংগঠিত করতে পারবে।’
সুনীল আরও বলেছেন, ‘কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত গুরুতর। পাথর ছোঁড়া চলছে। দুর্ভাগ্যজনকভাবে একজন পর্যটকের প্রাণ গিয়েছে। আমাদের মতামত স্পষ্ট। বর্তমান পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সরকারের নরম নীতিই দায়ী। পাথর ছোঁড়া তরুণদের ক্ষমা করে দিয়ে কোনও লাভ হচ্ছে না। সরকার যে আশা করেছিল, এক্ষেত্রে তার ফল উল্টো হয়েছে। হীনবল জঙ্গিদের পালানোর উপায় করে দেওয়া, তাদের উপর থেকে চাপ কমানো এবং রক্ষা করার জন্যই একতরফাভাবে অস্ত্র-সংবরণের দাবি উঠছে।’
মেহবুবা বলেছিলেন, রমজান মাসের শুরু থেকে অগাস্টে অমরনাথ যাত্রা শেষ হওয়া পর্যন্ত একতরফাভাবে অস্ত্র-বিরতির কথা ভাবা উচিত কেন্দ্রের। বিজেপি নেতারা অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁরা পাথর ছোঁড়া তরুণদের ভবিষ্যতের জঙ্গি হিসেবেই দেখছেন। তাই সেনাবাহিনীর হাত বেঁধে দেওয়ার প্রস্তাব সমর্থন করবেন না।
সরকার পাথর ছোঁড়া তরুণদের প্রতি নরম, মেহবুবার অস্ত্র-সংবরণের প্রস্তাবের বিরোধিতা করে দাবি বিজেপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
10 May 2018 10:11 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -