জয়পুর ও নয়াদিল্লি: মারা গেলেন রাজস্থানের আলোয়ারের বিজেপি সাংসদ মহন্ত চাঁদ নাথ। বেশ কিছুদিন ধরে অ্যাগ্রেসিভ থাইরয়েডের ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১।
গত ১৩ সেপ্টেম্বর, মহন্তকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তখনই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক জানান, গত আড়াই বছর ধরে অ্যাগ্রেসিভ থাইরয়েডের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মহন্ত।
চিকিৎসায় ইতিমধ্যেই কেমোথেপরাপি, রেডিওথেরাপি হয়ে গিয়েছিল তাঁর। বর্তমানে মহন্তর ইমিউনোথেরাপি চলছিল। সাংসদের দায়িত্বে থাকা চিকিৎসক বলেন, ট্র্যাকিওস্টোমি করা হয়েছিল মহন্তর। পাকস্থলীতে টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল। গতকাল রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়। হৃদরোগে আক্রান্ত হন সাংসদ। রাত ১২টা ৪০ মিনিট নাগাদ তিনি মারা যান।
প্রসঙ্গত, কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহকে হারিয়ে ২০১৪ সালের নির্বাচনে আলোয়ারের আসন থেকে জয়ী হয়েছিলেন মহন্ত। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে বলেন, সামাজিক কাজকর্মের জন্য সকলে তাঁকে স্মরণ করবেন। আমার গভীর সমবেদনা। শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।