নয়াদিল্লি: রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হামলায় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। সংসদে দাঁড়িয়ে দাবি করলেন সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি।
কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রী অভিযোগ করেন, গোরক্ষকরা আলওয়ারে গাড়ি থামিয়ে একজনকে খুন করেছে, মারধর করেছে বেশ কয়েকজনকে। জবাবে নাকভি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। এমন কোনও বার্তা যাওয়া উচিত নয়, যে আমরা এই হত্যা সমর্থন করি। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, যেমন বলা হচ্ছে, তেমন কোনও ঘটনা ও রাজ্যে ঘটেনি। যে সংবাদ রিপোর্ট নিয়ে এই আলোচনা চলছে, তা ইতিমধ্যেই খারিজ করেছে রাজ্য সরকার।
নাকভিকে অবশ্য ছাড়েনি বিরোধীরা। কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, দেখা যাচ্ছে, মন্ত্রী কোনও খবরই রাখেন না। বিদেশি সংবাদপত্রেও এই খবর বেরিয়েছে অথচ মন্ত্রী জানেন না এ ব্যাপারে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বলেন, কোনও পক্ষের বিবৃতিতেই তিনি খুশি নন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার জন্য বলতে নাকভিকে নির্দেশ দেন তিনি।
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী আলওয়ারের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তাঁর মন্তব্য, এটা রাজস্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা। যখন সরকার দায়িত্ব ঝেড়ে ফেলে মারমুখী জনতাকে রাস্তা ছেড়ে দেয়, তখন এ ধরনের বিশাল ট্র্যাজেডি স্বাভাবিক। অপরাধীদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
আলওয়ারে গোরক্ষকদের হামলা ঘটেইনি, সংসদে দাবি নাকভির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2017 01:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -