জয়পুর: রাজস্থানের আলোয়ারে সন্দেহভাজন গোরক্ষকদের হামলায় উমর খান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আটক একজন। ৩৫ বছরের উমরের দেহ গত পরশু পড়ে থাকতে দেখা যায় রামগড়ের রেললাইনের পাশে। তাঁর পরিবারের দাবি, শুক্রবার তিনি গাড়িতে গোরু নিয়ে যাচ্ছিলেন। গোরু পাচারের অভিযোগে তাঁকে গুলি করে মেরে ফেলে গোরক্ষকরা। আলোয়ারে ডেয়ারি দুগ্ধজাত পণ্য উত্পাদনকারী কৃষক পেহলু খানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার কয়েক মাস যেতে না যেতেই ফের একই ধরনের ঘটনায় শোরগোল ছড়াচ্ছে। পেহলুর ক্ষেত্রেও অভিযোগের নিশানায় ছিল গোরক্ষকরাই। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া আজ উমরের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সাফাই দিয়েছেন, সরকারের হাতে সব জায়গায় এমন প্রতিটি ঘটনা রুখতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত লোকলস্কর নেই। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে রাতে। পুলিশ তদন্ত করছে। একজনকে আটক করা হয়েছে। জেরা করা হচ্ছে। শীঘ্রই এই হত্যার পিছনের ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঘাতকদের ধর্মীয় পরিচিতি যা-ই হোক, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আলোয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি এমপি মহন্ত চাঁদনাথের মৃত্যুর জেরে সামনেই সেখানে উপনির্বাচন। কয়েকদিন পর আলোয়ারে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নির্ধারিত সফরের মুখেই ঘটে গেল উমরের হত্যাকাণ্ড। উমরের পরিবার অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি ও ক্ষতিপূরণের দাবি তুলেছে। উমরের খুনের ব্যাপারে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ২০১ (প্রমাণ লোপাট) ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় সমাজকর্মী মৌলানা হানিফের দাবি, উমর আরও দুজনের সঙ্গে গাড়িতে গোরু নিয়ে যাচ্ছিলেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে। ঘটনাস্থলেই নিহত হন উমর। বুলেটবিদ্ধ হন আরেকজন।