গুয়াহাটি: নিজেকে ভারতে সবচেয়ে বেশিদিন বাস করা অতিথি এবং ভারতীয় সংস্কৃতির দূত বলে উল্লেখ করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। গুয়াহাটিতে ‘আধুনিক যুগে প্রাচীন ভারতীয় জ্ঞান’ শীর্ষক বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেছেন দলাই লামা। এই অনুষ্ঠানেই আত্মজীবনীর অসমিয়া সংস্করণ প্রকাশ করেন তিনি।

দলাই লামা বলেছেন, ’৫০ বছরেরও বেশি সময় ধরে আমি ভারতের ডাল ও চাপাটি খেয়ে বেঁচে আছি। তাই শারীরিক ও মানসিকভাবে আমি ভারতীয়। আমি ভারতের সবচেয়ে দীর্ঘ সময়ের অতিথি। গত ৫৮ বছর ধরে ভারতে আছি। প্রতিদানে আমি ভারতের সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করছি। গত কয়েক বছর ধরে আমি নিজেকে ভারতের সন্তান হিসেবে উল্লেখ করছি। কয়েক বছর আগে চিনের সাংবাদিকরা আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি তাঁদের বলেছিলাম, আমার মস্তিষ্কের প্রতিটি অংশ নালন্দার ভাবনায় পরিপূর্ণ।’

ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে দলাই লামা বলেছেন, তিনি সাম্প্রদায়িক সংহতির প্রচারের বিষয়ে দায়বদ্ধ। কিছু দুষ্ট প্রকৃতির মানুষ সমস্যা তৈরি করে। আমরা সবাই মানুষ, এটা মাথায় রাখলেই সাম্প্রদায়িক দূরত্ব মেটানো যাবে। শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্ম শান্তি ও অহিংসা প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন দলাই লামা।