মুম্বই: জয়াকে দলে নেবেন না। ওঁর কাজকর্মে ধারাবাহিকতা নেই। তাঁকে এমনই সাবধানবানী করেছিলেন অমিতাভ বচ্চন! দাবি সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহর।

একটি হিন্দি ছবির প্রচার অনুষ্ঠানে এসে অমর বলেছিলেন, অমিতাভ বচ্চন তাঁকে ‘সাবধান’ করেছেন, তাঁর স্ত্রীকে যেন তাঁদের দলে নেওয়া না হয়। কোনও কাজে একটানা লেগে থাকতে পারেন না জয়া। তিনি এমনই প্রকৃতির। কিন্তু অমিতাভের এই ‘মহান’ পরামর্শ তিনি মানেননি, বলেছেন অমর।

এদিকে অমরের এই মন্তব্যের প্রেক্ষিতে বচ্চনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, অমর আমার বন্ধু। তিনি যা খুশি বলতেই পারেন। সে অধিকার তাঁর রয়েছে। প্রসঙ্গত, একটা সময়ে বচ্চন পরিবারের খুবই ঘনিষ্ঠ ছিলেন অমর। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়।