লখনউ: পোড় খাওয়া রাজনীতিবিদ অমর সিংহ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করায় রাজনীতিক মহলে জল্পনা তুঙ্গে। অনেকেরই প্রশ্ন, অমর সিংহ বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন কিনা।

সপা প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের এক সময়ের ডান হাত অমর সিংহ আজ লখনউতে দেখা করেন যোগীর সঙ্গে। তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য পরিষ্কার নয়। তবে সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে অমরের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে।

সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ অমর সিংহকে গত বছর বহিষ্কার করে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সপা নেতৃত্ব। তারপর থেকেই শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন। নিজেও বলেছেন, পদ্মের হাত ধরা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই কিন্তু তাদের কাছ থেকে আমন্ত্রণ পাননি, নিজে আবেদনও করেননি।

অমর বলেছেন, বিজেপি বিরাট বড় রাজনৈতিক দল। আমি বলছি না, সুযোগ পেলেও বিজেপিতে যাব না কিন্তু আমাকে সেই সুযোগ দেবে কে? আমিও ওদের কাছে এ নিয়ে আবেদন করিনি।