লখনউ: একদা সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদবের একান্ত অনুগত হিসেবে পরিচিত অমর সিংহ কি এবার বিজেপি-তে যোগ দিচ্ছেন? সেই জল্পনা ক্রমশঃ বাড়ছে। স্বয়ং অমর বিজেপি-তে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি আজ বলেছেন, ‘আমি বিজেপি-তে যোগ দেওয়ার চেষ্টা করছি না। আমি মোদীজিকে সমর্থন করি এবং তাঁর পাশে আছি। এর আগে বিধানসভা নির্বাচনের সময়েও আমি প্রকাশ্যে বিজেপি-কে সমর্থন করেছিলাম। তবে যোগ দিইনি। বিজেপি-তে যোগ দেব কি না, সেটা আমার হাতে নেই।’
অমর বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা খোলা রাখলেও, জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিতে (এসবিএসপি) যোগ দেওয়ার খবর অস্বীকার করেছেন। এসবিএসপি প্রধান ওমপ্রকাশ রাজভড়ের সঙ্গে বৈঠক এবং এই দলের হয়ে আজমগড় থেকে প্রার্থী হওয়ার খবরও অস্বীকার করেছেন তিনি। মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সমর্থন করার কথা জানিয়ে অমর বলেছেন, ‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার চার বছরের মেয়াদ বাকি আছে। আমি এক জায়গায় আটকে থাকতে চাই না। আমি গোটা উত্তরপ্রদেশ, পারলে গোটা দেশ ঘুরতে চাই। যার সঙ্গে পারব কথা বলব। আমি বড় নেতা না হলেও সারা দেশে পরিচিতি আছে। আমি যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে মোদীজির সমর্থনে করব।’
অসমে জাতীয় নাগরিক পঞ্জী ইস্যুতেও বিজেপি-কে সমর্থন করেছেন অমর। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কোনও নেতাই বলছেন না এটা শেষ তালিকা। অসমের মুখ্যমন্ত্রী বলছেন কাউকে দেশ ছাড়তে বলা হবে না। কংগ্রেসের আগেই যেটা করা উচিত ছিল সেটা এখন বিজেপি করছে।’
মোদীর প্রশংসা, বিজেপি-তে যোগ দেওয়ার ইঙ্গিত অমর সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2018 07:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -