চণ্ডীগড়: পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ তারিখ শপথ নেবেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।


বিজেপিকে হঠিয়ে পঞ্জাবে এক দশক পর ফিরেছে কংগ্রেস। আর সেই জয়ে বড় ভূমিকা ছিল অমরিন্দরের। এদিন পঞ্জাব রাজ ভবনের সামনে সাংবাদিকদের তিনি জানান, আগামী ১৪ তারিখ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন। সেখানে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা করবেন তিনি। এরপর ১৬ তারিখ তিনি শপথ নেবেন।


এদিন রাজ্যপাল ভি পি সিংহের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান অমরিন্দর। তার আগে, এদিন দলীয় দফতরে সদ্যজয়ী প্রার্থীদের উপস্থিতিতে অমরিন্দরকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়।