শ্রীনগর: এবারের অমরনাথ তীর্থযাত্রায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮। গতকাল সন্ধেয় অমরনাথ মন্দির দর্শন করে নুনওয়ান বেস ক্যাম্পে ফেরার পথে পিসু টপে মধ্যপ্রদেশের ৬০ বছরের এক তীর্যযাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৮।


স্বাভাবিক কারণে ২০ জনের মৃত্যু হয়েছে। গত ১০ জুলাই জঙ্গি হামলায় মৃত্যু হয় ৮ তীর্থযাত্রীর। আরও ২০ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়।

গত ২৯ জুন থেকে অমরনাথ তীর্যযাত্রা শুরু হয়েছে। তীর্যযাত্রীদের মৃত্যুর বিষয়টি গতকাল পর্যালোচনা করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা। তিনিই শ্রী অমরনাথজী মন্দির বোর্ড (এসএএসবি) চেয়ারম্যান।

বোর্ডের সিইও উমাঙ নারুলা এ বিষয়ে রাজ্যপালকে অবহিত করান। তিনি জানিয়েছেন, জঙ্গি হানায় তীর্থযাত্রীদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে নিহতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারুলা রাজ্যপালকে জানিয়েছেন, যে কারণেই মৃত্যু হোক না কেন, মৃত তীর্থযাত্রীদের দেহ নিখরচায় বিমানে করে তাঁদের দেহ বাড়িতে পাঠানো হবে।

সিইও জানিয়েছেন, ৩৭ টি ঘটনায় বোর্ড নিহতদের দেহ তাঁদের বাড়িতে পাঠানোর জন্য বোর্ড ১৪.৬৬ লক্ষ টাকা ব্যয় করেছে। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে ১.৩৪ কোটি টাকা।