শ্রীনগর: ৩,৮৮০ ফুট উচ্চতায় অমরনাথ গুহা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মৃত্যু হল দুই তীর্থযাত্রীর। এই নিয়ে এবারের অমরনাথ তীর্থযাত্রায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হল বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পুজো দিয়ে ফেরার পথে সকাল সাড়ে এগারোটা নাগাদ কর্নাটকের বাসিন্দা চান্দের শাখের নামে এক বৃদ্ধ। ৭৩ বছরের চান্দেরকে উদ্ধার করে বেস ক্যাম্পের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উত্তরপ্রদেশের বাসিন্দা অপর এক তীর্থযাত্রী। নিহতের নাম শিবকান্ত মিশ্র (৫৯)।
অমরনাথ থেকে ফেরার পথে মৃত্যু আরও ২ তীর্থযাত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2017 08:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -