শ্রীনগর: এ বছর অমরনাথ যাত্রা হবে না। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল জিসি মুর্মু অমরনাথ যাত্রা নিয়ে এদিন বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে শ্রী অমরনাথজী শ্রাইন বোর্ড (এসএএসবি)-র সদস্য ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা যোগ দিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। উপরাজ্যপাল এসএএসবি-র অধ্যক্ষও।
করোনাভাইরাস সংক্রমণের ব্যাপকতার কারণেই অমরনাথ যাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ১৪,৬৫০। মৃত্যু হয়েছে ২৫৪ জনের। সংক্রমণ-মুক্ত ৮২৭৪। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,১২২।
করোনা আবহে বাতিল এ বছরের অমরনাথ যাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2020 09:47 PM (IST)
'Amarnath Yatra Cancelled'| এ বছর অমরনাথ যাত্রা হবে না। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল জিসি মুর্মু অমরনাথ যাত্রা নিয়ে এদিন বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে শ্রী অমরনাথজী শ্রাইন বোর্ড (এসএএসবি)-র সদস্য ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা যোগ দিয়েছিলেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -