জম্মু: এ মাসের ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের অমরনাথ যাত্রা। চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। তার আগে নিরাপত্তারক্ষীদের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশের এক মুখপাত্র। তিনি বলেছেন, ‘সব আধিকারিককে চূড়ান্ত সতর্কতা এবং নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ-বিরোধী শক্তিগুলির অসাধু উদ্দেশ্য যাতে আগাম জানা যায় এবং তাদের পরামর্শদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়, সেটা নিশ্চিত করার জন্য তথ্য পাওয়ার পরেই সবাইকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।’
পুলিশের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, গতকাল সন্ধেয় জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এস ডি সিংহ জামওয়ালের ডাকা এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন পুলিশ, সেনাবাহিনী, আধাসেনা এবং রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকেই নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ রোখার জন্য সব থানা, পুলিশ ফাঁড়ি ও চেক-পয়েন্টগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। অমরনাথ যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করার জন্য নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে রাতে নিয়মিত টহলের উপর জোর দিয়েছেন।
অমরনাথ যাত্রার আগে নিরাপত্তারক্ষীদের চূড়ান্ত সতর্কতা ও সমন্বয় বজায় রাখার নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2018 06:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -