শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস। যার জেরে ৪ অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। বুধবার শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (এসএএসবি) এ কথা জানিয়েছে।
এসএএসবির মুখপাত্র বলেছেন, 'প্রতিকূল আবহাওয়া ও বিশেষত জম্মু এলাকায় ধসের জন্য ৪ অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখা হচ্ছে।' তিনি জানিয়েছেন, জাতীয় আবহাওয়া দফতর থেকে জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে জম্মু ও কাশ্মীর জাতীয় সড়কে ধস নামার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রম্বান ও বনিহাল অঞ্চলে। প্রবল বৃষ্টিতে বলতাল ও পহেলগাঁওয়ের মাঝের রাস্তা ইতিমধ্যেই পিচ্ছিল ও দুর্ঘটনাপ্রবণ হয়ে রয়েছেবলে জানিয়েছেন ওই মুখপাত্র। আগামী কয়েকদিন সেই পরিস্থিতির আরও অবনতি হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, তার জন্য বুধবার থেকেই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা, অমরনাথ যাত্রা স্থগিত ৪ অগাস্ট পর্যন্ত
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2019 06:34 PM (IST)
জাতীয় আবহাওয়া দফতর থেকে জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে জম্মু ও কাশ্মীর জাতীয় সড়কে ধস নামার আশঙ্কা রয়েছে
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -