অমরনাথ সন্ত্রাস: জখম আরও এক তীর্থযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৮
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2017 10:51 AM (IST)
শ্রীনগর: ১০ তারিখ অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আজ ভোরে শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে আরও এক আহতর মৃত্যু হয়েছে। মৃতের নাম ললিতা, বয়স ৪৭। তিনি গুজরাতের বাসিন্দা ছিলেন। অমরনাথ দর্শন সেরে জম্মু ফেরার পথে অনন্তনাগের বাতেঙ্গু এলাকায় ১০ তারিখ রাত ৮টা ২০ নাগাদ তীর্থযাত্রীদের বাসে ওই হামলা চলে। ঘটনাস্থলেই মারা যান ৭ তীর্থযাত্রী, তাঁদের মধ্যে ৬ জন মহিলা। আহত হন ১৯ জন।