কিনতে আগ্রহী অ্যামাজন, ফ্লিপকার্ট নিজেদের বেচতে চায় ওয়ালমার্টকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2018 12:58 PM (IST)
নয়াদিল্লি: অনলাইন জায়েন্ট অ্যামজন, ভারতে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট কিনতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু ফ্লিপকার্ট নিজেদের ওয়ালমার্টের কাছে বিক্রি করে দিতে আগ্রহী, খবর সূত্রের। অ্যামজনের সিইও জেফ বেজোস, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, নিজে ফ্লিপকার্ট কিনতে চেয়ে এক বিবৃতি দেন। কিন্তু সেই প্রস্তাবে তেমন সাড়া দেয়নি ফ্লিপকার্ট। বরং ভারতীয় এই ই-কমার্স সাইটের ওয়ালমার্টের সঙ্গে পার্টনারশিপ করায় বেশি আগ্রহ রয়েছে। যদি এই পার্টনারশিপ বাস্তবায়িত হয়, তাহলে ফ্লিপকার্টের বেশিরভাগ শেয়ার চলে যাবে এই মার্কিন রিটেল জায়েন্টের নিয়ন্ত্রণে। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যামাজন ফ্লিপকার্ট কিনতে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত। এদিকে ওয়ালমার্টও ফ্লিপকার্টের সঙ্গে কথা বলছে। মার্কিন এই রিটেল জায়েন্ট ভারতীয় ই কমার্স সংস্থার ৫৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এরফলে ই-কমার্স সেক্টরে ভারতের মতো বাজারে ওয়ালমার্টের দাপট বেড়ে যাবে। সূত্রের খবর, ওয়ালমার্ট ফ্লিপকার্টের সেকেন্ডারি এবং প্রাথমিক শেয়ার মিলিয়ে প্রায় ২১ বিলিয়ন ডলারের একটি চুক্তি করবে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের সব আমানতকারীও এই চুক্তিটি চূড়ান্ত হলে, তাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিতে প্রস্তুত। এই চুক্তিটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও, ফ্লিপকার্টে সিংহভাগ শেয়ার রয়েছে যে সংস্থার অর্থাত সফটব্যাঙ্ক গ্রুপের, তারা এই চুক্তির সম্পূর্ণ বিপক্ষে। ২০০৭ সালে অ্যামাজনের প্রাক্তন দুই কর্মী সচিন বনসাল এবং বিনি বনসালের যৌথ উদ্যোগে ফ্লিপকার্ট প্রতিষ্ঠিত হয়। ভারতের অনলাইন বাজারে এখন এই সংস্থার দাপট এবং ব্যবসায় অ্যামাজনের থেকেও এগিয়ে। তবে সূত্রের খবর, শুধু অ্যামাজন বা ওয়ালমার্ট নয়, এই ই-কমার্স সংস্থা ইনভেস্ট করতে আগ্রহী গুগলও।