নয়াদিল্লি: ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া দরজার পাপোস বিক্রি নিয়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে অনলাইনে বিক্রয়কারী সংস্থা অ্যামাজন সেই পণ্যটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। যদিও এ ব্যাপারে অ্যামাজনের পক্ষ থেকে এখনও ক্ষমা প্রার্থনা করা হয়নি।
দরজার পাপোস সমস্ত বাড়িতেই ব্যবহার হয়। কানাডায় অ্যামাজন এই ধরনের পাপোসে ভারতের জাতীয় পতাকার ছবি ব্যবহার করেছে। এর দাম ভারতীয় মুদ্রায় ২৪৫০ টাকা। তিরঙার ছবি দেওয়া এই পাপোসের বিষয়টি জানতে পেরে ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ওই পণ্য তুলে নিয়ে আমাজনকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলেন। একের পর এক ট্যুইটে স্বরাজ লেখেন, অ্যামাজনের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। দেশের জাতীয় পতাকার প্রতি অপমানসূচক যে কোনও পণ্য অবিলম্বে সরিয়ে নিয়ে হবে। ক্ষমা না চাইলে আমাজনের কোনও কর্মীকে ভারতের ভিসা দেওয়া হবে না, যাদের ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে, তাদের ভিসাও বাতিল করা হবে।
ভারতের জাতীয় পতাকার ছবি লাগানো দরজার পাপোস! অ্যামাজন কানাডাকে ক্ষমা চাইতে নির্দেশ সুষমার
উল্লেখ্য, মাত্র কিছু দিন আগেই অ্যামাজন প্রধান জেফ বেজোস ভারত সফরে এসেছিলেন। তিনি ভারতে পাঁচ লক্ষ ডলার লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতে দ্রুত ব্যবসা বিস্তারও করছে এই কোম্পানি। চলতি গুজরাত ভাইব্র্যান্ট সম্মেলনেও অ্যামাজন একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এই অবস্থায় ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া পণ্য কোম্পানিটিকে সমস্যায় ফেলতে পারে।
সুষমার হুঁশিয়ারির পর ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোস ওয়েবসাইট থেকে সরাল অ্যামাজন
ABP Ananda, web desk
Updated at:
12 Jan 2017 07:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -