নয়াদিল্লি: লিখিত ভাবে সুষমা স্বরাজের কাছে দুঃখ প্রকাশ করল অ্যামাজন। ভারতের তেরঙ্গা পতাকা আঁকা পাপোস অনলাইনে বেচা সামগ্রীর মধ্যে রাখায় ভুল হয়ে গিয়েছে বলে মেনে নিল ই কমার্স সংস্থাটি। ওই পাপোস বিক্রি করে ভারতের জাতীয় পতাকার অসম্মান করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট তথা অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার অমিত আগরওয়াল। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ট্যুইট করে জানান, ভারতের আবেগকে কোনওভাবেই আঘাত দেওয়া উদ্দেশ্য নয় তাঁদের।
গতকাল এ নিয়ে শোরগোল শুরু হতেই কয়েক ঘণ্টার মধ্যেই অ্যামাজন কানাডার সাইট থেকে সরিয়ে ফেলা হয় ভারতের জাতীয় পতাকার ছবি লাগানো পাপোস। আর পরে লিখিত ভাবে দুঃখ প্রকাশ করা হল অ্যামাজনের তরফে।
গতকাল বিষয়টি জানাজানি হওয়া মাত্রই সুষমা স্বরাজ একাধিক ট্যুইটে প্রবল ক্ষোভ প্রকাশ করে জানান, এটা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ক্ষমা না চাইলে ভারতে আসার ভিসা দেওয়া হবে না অ্যামাজন কর্মীদের, যাদের দেওয়া হয়েছে, তাদের গুলিও প্রত্যাহার করে নেওয়া হবে।
ভারতের জাতীয় পতাকা আঁকা পাপোস: সুষমার কাছে লিখিত ভাবে দুঃখ প্রকাশ অ্যামাজনের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2017 10:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -