রিলায়েন্স জিও-র বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ: ব্যাখ্যা দিলেন মুকেশ অম্বানি
ABP Ananda, web desk | 08 Sep 2016 05:33 AM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী তাঁরও প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পকে তুলে ধরতে বিজ্ঞাপনে তাঁরই ছবি ব্যবহারে কোনও ভুল হয়নি। রিলায়েন্স জিও-র বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের পক্ষে অবশেষে সওয়াল করলেন মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধানের পরিষ্কার কথা, রিলায়েন্স জিও নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া ভিশন থেকে অনুপ্রাণিত। তাই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কোনও ভুল করেনি রিলায়েন্স। অল্পদিন আগে বাজারে এসেছে রিলায়েন্স জিও পরিষেবা। প্রধানমন্ত্রীর বিশাল ছবি ব্যবহার করে রিলায়েন্স যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে রীতিমত ক্ষুব্ধ বিরোধীরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, রিলায়েন্সের হয়ে মডেলিং করছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের আগে রিলায়েন্স তাঁর অফিসের অমনুমতি নিয়েছে কিনা। এই পরিস্থিতিতে বিতর্কিত ওই বিজ্ঞাপন নিয়ে যাবতীয় ঘোলা জল পরিষ্কারের চেষ্টা করেছেন রিলায়েন্স প্রধান। বলেছেন, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সিদ্ধান্তে কোনও রাজনীতি ছিল না। প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখেন। সেই একই স্বপ্ন মুকেশেরও। তাই তাঁর রিলায়েন্স জিও-র বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সিদ্ধান্ত।