সম্বল (উত্তরপ্রদেশ): মহাত্মা গাঁধীর চেয়ে বড় নেতা হলেন অম্বেডকর। উত্তরপ্রদেশের একটি জনসভায় এমনই মন্তব্য করলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি।
আগামী মাসেই উত্তরপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ফলে, এখন সব রাজনৈতিক দলই কোমর বেঁধে প্রচারে ব্যস্ত। এমনই এক প্রচারসভায় অম্বেডকরের ভূয়সী প্রশংসা করেন ওয়েইসি। বলেন, মহাত্মা গাঁধীর চেয়ে বড় মাপের নেতা ছিলেন অম্বেডকর। কারণ, তিনি আজ তাঁর জন্যই সমাজে ন্যয়বিচার বজায় রয়েছে।
তাঁর মতে, অম্বেডকর যদি ধর্মনিরপেক্ষ এবং শ্রেণি-হীন সংবিধান না রচনা করতেন, তাহলে দেশে অবিচারের মাত্রা আরও বৃদ্ধি পেত এবং সেই পরিস্থিতিকে আরও খারাপ করতে কোনও কসুর করত না আরএসএস-এর মত সংগঠন।
খাদি-বিতর্কে ওয়েইসি জানান, একদিকে নিজেকে মহাত্মা গাঁধীর অনুগামী হওয়ার দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, যেই সুযোগ পেলেন অমনি জাতির জনককে সরিয়ে দিলেন। যেন চরকা ধরার জন্য তিনিই শ্রেষ্ঠ।
বিদেশনীতি নিয়েও এদিন মোদীকে একহাত নেন ওয়েইসি। তাঁর কটাক্ষ, সার্জক্যাল স্ট্রাইকের পর ২৮ জন জওয়ান মারা গিয়েছেন। তারপরও পাকিস্তানকে যথাযথ জবাব দেওয়ার পথে হাঁটেননি এখনও। অথচ, প্রধানমন্ত্রী হওয়ার আগে তেমনটা করবেন বলেই জানিয়েছিলেন তিনি, আক্রমণ ওয়েইসির।