ত্রিশূর: অ্যাম্বুলেন্সের মধ্যে মলত্যাগ, বমি করে ফেলেছেন পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। রাগের চোটে চালক তাঁকে স্ট্রেচার সমেত উল্টো করে ঝুলিয়ে দিল। মারা গিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে, জামিন পেয়েছে সে।


কেরলের ত্রিশূরে ঘটেছে এই ঘটনা। অজ্ঞাতপরিচয় ওই আহত ব্যক্তি ২০ তারিখ পালাক্কড় জেলার নাটুক্কল এলাকায় পথ দুর্ঘটনায় মাথায় আঘাত পান। শনিবার পালাক্কড় হাসপাতাল থেকে তাঁকে নিয়ে আসা হয় ত্রিশূর মেডিক্যাল হাসপাতালে। পথে অ্যাম্বুলেন্সের মধ্যে মলত্যাগ করে ফেলেন তিনি, হয় বমিও।

অভিযোগ, স্রেফ এই কারণে ওই অ্যাম্বুলেন্স চালক হাসপাতালের সামনে স্ট্রেচার সমেত উল্টো করে ঝুলিয়ে দেয় তাঁকে। আর নিজে অ্যাম্বুলেন্স সাফ করতে লেগে যায়। পুলিশ জানিয়েছে, মিনিটখানেকের মধ্যেই দস্তানা নিয়ে ফিরে আসেন হাসপাতাল কর্মী, তিনি হুইল চেয়ারে করে ওই ব্যক্তিকে ভেতরে নিয়ে যায়।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ও মালয়ালম টেলিভিশন চ্যালেনগুলিতে ছড়িয়ে পড়ে। জানা যায়, এভাবে ঝুলিয়ে রাখার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যক্তি মারা গিয়েছেন। অভিযুক্ত চালকের বিরুদ্ধে মানুষের জীবন বিপন্ন করার দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় মামলা শুরু হয়।