নয়াদিল্লি:  সংস্থার উন্নয়নের জন্যে নিয়োগকারী এবং কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অনেক সময়ই বাড়তি সুবিধা দেওয়া হয় সংস্থার তরফে। কিন্তু আগামী জুলাই মাস থেকে চালু হতে চলা পণ্য পরিষেবা কর এবার থেকে লাগু হবে এই সমস্ত বাড়তি সুবিধার ওপর। যেমন বহু সংস্থাই তাঁদের কর্মীদের বিনামূল্যে খাবার, ড্রপ-পিকআপের মতো সুবিধা প্রদান করে। কিন্তু জুলাই থেকে বেতনের বাইরে কর্মীদের দেওয়া এই পরিষেবাগুলোর ওপরই হয়তো লাগু হবে জিএসটি কর।তবে ইনপুট ট্যাক্স ক্রেডিট লাগু হবে না কর্মীদেরকে সংস্থার তরফে দেওয়া স্বাস্থ্য বিমার ওপর।

এদিকে পণ্য পরিষেবা করের শিডিউল ওয়ান অনুযায়ী, কোনও সংস্থা যদি তাঁর কর্মীদের ৫০ হাজার টাকার কম মূল্যের উপহার প্রদান করে, তাহলে সেটা পণ্য পরিষেবা করের আওতায় আসছে না।

তবে পণ্য পরিষেবা করের শিডিউল টু-র ক্লজ ফোর অনুযায়ী, সংস্থার যে পরিষেবা কাজের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, সেটা যদি কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে তাহলে সেটা পণ্য পরিষেবা করের আওতায় চলে আসবে।